মুশফিকুর রহিমের ব্যাটের নিলামে শেষ চমক শাহীদ আফ্রিদি। টাইগার তারকার ডাবল সেঞ্চুরির ব্যাট ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
অন-লাইনে এসে ঘোষণা দিয়েছেন মুশফিক নিজে। প্রিয় ব্যাট নিয়ে আফ্রিদির আগ্রহ আনন্দিত করেছে মুশফিককে। ধন্যবাদ জানিয়েছেন নিলামে অংশগ্রহণকারীদের, আর আক্ষেপ ভুয়া বিডারদের জন্য। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হয়ে লড়াইয়ের আহ্বান মিস্টার ডিপেন্ডেবলের।
করোনায় দুর্গত ব্যক্তিদের সহায়তা করতে ২০১৩ সালের মার্চে গলে দেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল উইকেটকিপার। ৯ মে শুরু হয়ে ১৪ মে রাত ১০টায় শেষ হয়েছে মুশফিকের ব্যাটের নিলাম। আজ ফেসবুক লাইভে এসে সেটির আনুষ্ঠানিক ফল জানিয়েছেন মুশফিক নিজেই। মুশফিকের ব্যাটের নিলাম তত্ত্বাবধান করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’।
এছাড়া নিলামে বিক্রি হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর ব্যাট ও গ্লোভস। জুয়েল নামের একজন প্রবাসী ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে কিনে নেন। এর আগে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল আরেক টাইগার তারকা– সাকিব আল হাসানের ব্যাট।